শুক্রবার, সেপ্টেম্বর ২২, ২০২৩

টিকিট কালোবাজারি চক্রের মূলহোতাসহ আটক ৬

ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের মূলহোতাসহ ছয় জনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বৃহস্পতিবার দিবাগতরাতে রাজধানীর কমলাপুর রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে র‍্যাব-৩ তাদের আটক করে। এসময় তাদের কাছ থেকে বেশ কয়েকটি টিকিট জব্দ করা হয়েছে।

প্রাথমিকভাবে আটকদের নাম পরিচয় জানা যায়নি।

র‍্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের মূলহোতাসহ ছয় সক্রিয় সদস্যকে আটক করা হয়েছে।

সর্বশেষ