ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শরিফা বিনতে আজিজ (২৭) নামে ঢাকা মেডিক্যাল কলেজের (ঢামেক) এক নারী চিকিৎসক মারা গেছেন।
শুক্রবার (১১ আগস্ট) ঢামেক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। আগের দিন বৃহস্পতিবার তাকে আইসিইউতে ভর্তি করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া।
ঢাকার দোহার উপজেলার জয়পাড়া গ্রামের আব্দুল আজিজের মেয়ে শরিফা। এক ভাই এক বোনের মধ্যে সে ছিল বড়।
মৃতার মামা আবিদ হাসান বলেন, শরিফা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক ছিলেন। মেডিসিন বিভাগে ডিউটি করতেন।