সোমবার, সেপ্টেম্বর ২৫, ২০২৩

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ট্রেন চলাচল শুরু

পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের কাজের জন্য দীর্ঘ ৮ মাস বন্ধ থাকার পর ফের ঢাকা থেকে নারায়ণগঞ্জ রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে।

মঙ্গলবার (১ আগস্ট) সকালে প্রথম ট্রেনটি চলাচল শুরু করে। ট্রেন চলাচল শুরু হওয়ায় খুশি শীতলক্ষ্যাপারের মানুষেরা।

এর আগে, পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের কাজের জন্য গত বছরের ৪ ডিসেম্বর এই রুটে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল।

নারায়ণগঞ্জ রেল স্টেশন মাস্টার কামরুল ইসলাম জানিয়েছেন, আগে ঢাকা -নারায়ণগঞ্জ রুটে মেইল ট্রেন চলতো। তখন ট্রেনের ভাড়া ছিল ১৫ টাকা। এখন উন্নত করে এ রুটে কমিউটার ট্রেন চলাচল শুরু হয়েছে, তাই ভাড়া নির্ধারণ করা হয়েছে ২০ টাকা।

তিনি আরও বলেন, গেণ্ডারিয়া ট্রেন লাইনের কাজ সমাপ্ত হলে ১৬ জোরা ট্রেন চলাচল শুরু হবে। আর গেণ্ডারিয়া স্টেশনে লাইনের সংস্কার কাজ চলমান থাকায় ট্রেনের লাইন পরিবর্তন করা যায় না। এ কারণে রেলকর্তৃপক্ষ সে হিসেব মিলিয়ে ট্রেন চলাচলের সময়সূচি নির্ধারণ করেছে।

সর্বশেষ