বুধবার, অক্টোবর ৪, ২০২৩

ঢাকা-বরিশাল মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদীর কটকে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ইকরা বিনতে হাফিজ (২৮) নামের এক ইন্টার্ন চিকিৎসকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় চালক নাহিদ হোসেনকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত ইকরা ঢাকার উত্তরা উইমেন্স মেডিক্যাল কলেজের ইন্টার্ন চিকিৎসক। তার স্বামী সাখাওয়াত হোসেন ঢাকায় থাকেন। তাদের উভয়ের বাড়ি কুমিল্লায় বলে জানা গেছে। তবে কী কারণে বরিশাল আসছিলেন তা জানা যায়নি।

গৌরনদী মডেল থানার এসআই তমাল সরকার বলেন, ঢাকা থেকে বরিশালগামী প্রাইভেটকারটি বুধবার সকাল সাড়ে ৭টা থেকে পৌনে ৮টার দিকে দুর্ঘটনাকবলিত স্থান অতিক্রম করছিল। ওই স্থান অতিক্রমকালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে থাকা বড় গাছের সঙ্গে ধাক্কা দেয়। এতে গাড়িটি দুমড়েমুচড়ে চিকিৎসক ও চালক আশঙ্কাজনক অবস্থায় গাড়ির মধ্যে পড়ে ছিল। ঘটনাস্থল থেকে দ্রুত তাদের উদ্ধার করে গৌরনদী আশোকাঠী স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চালক নাহিদের অবস্থা ভালো না থাকায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে। তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়।

সর্বশেষ