সোমবার, সেপ্টেম্বর ২৫, ২০২৩

তারেক জিয়াকে দেশে এনে বিচার করা হবে : মাননীয় প্রধানমন্ত্রী

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধরে এনে বিচার করা হবে বলে জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এজন্য ব্রিটিশ সরকারকে তারেক রহমানকে ফিরিয়ে দেয়ার আহ্বান জানান তিনি।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সকালে, গণভবন থেকে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে ভার্চুয়ালি এক বৈঠকে এ আহ্বান জানান তিনি।

এ সময় সরকার প্রধান বলেন, বিএনপি যে অত্যাচার করছে, গুণে গুণে তার জবাব দিতে পারতো আওয়ামী লীগ। তবে আওয়ামী লীগ তা করেনি। কারণ আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। বিএনপিকে আর ক্ষমতায় আসতে দেয়া হবে না উল্লেখ করে জেলা?ভিত্তিক নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

সর্বশেষ