বুধবার, অক্টোবর ৪, ২০২৩

তীব্র শৈত্যপ্রবাহে জনজীবনে নেমে এসেছে দুর্ভোগ

দেশে বিভিন্ন জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ। একই সাথে সারাদেশে বাড়ছে শীতের তীব্রতা।

এছাড়া তাপমাত্রা কমার পাশাপাশি হিমেল হাওয়া আর ঠাণ্ডা বাতাসে জনজীবনে নেমে এসেছে দুর্ভোগ।

চুয়াডাঙ্গায় শীতে কষ্টে আছেন খেটেখাওয়া ছিন্নমূল মানুষ। সময়মতো কাজে যেতে পরছেন না তারা।

মেহেরপুরে ছিন্নমূল মানুষ প্রয়োজনীয় শীতবস্ত্র না পেয়ে অসহায় হয়ে পড়েছে। তীব্র শীতে কর্মজীবী মানুষের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে। কুড়িগ্রামে শীতজনিত নানা রোগে আক্রান্ত শিশু ও বয়স্ক রোগীরা হাসপাতালে ভিড় করছেন। দিনাজপুরের হিলিতে সকাল পর্যন্ত কুয়াশায় ঢেকে থাকছে চারদিক। ঘণ কুয়াশায় নষ্ট হচ্ছে জমির ফসল ও ধানের চারা।

সর্বশেষ