সোমবার, সেপ্টেম্বর ২৫, ২০২৩

তুরাগে মোটরসাইকেলের ধাক্কায় দাদি-নাতনি নিহত

রাজধানীর তুরাগে মোটরসাইকেলের ধাক্কায় দাদি-নাতনি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ। এর আগে, বুধবার দিবাগত রাত ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মাজেদা বেগম খুকি (৪৫) ও রাফিয়া (৬ মাস)। তাদের বাড়ি তুরাগের ষোলহাটি গ্রামে। মাজেদার স্বামীর নাম ইসমাইল সরদার। আর শিশুটির বাবার নাম রিফাত হোসেন।

তুরাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আওলাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গতরাতে স্থানীয় একটি বিয়ের অনুষ্ঠান শেষে নাতনিকে কোলে নিয়ে পায়ে হেঁটে বাসায় ফিরছিলেন তিনি। তুরাগ মেট্রোরেলের ২ নম্বর স্টেশনের নিচে রাস্তা পার হওয়ার সময় ওই মোটরসাইকেলটি তাদের ধাক্কা দেয়। এতে তারা রাস্তায় পড়ে গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে উত্তরা আধুনিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে মাজেদার মৃত্যু হয়। আর রাফিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে যাওয়া হলে সেখানে তাকেও চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

সর্বশেষ