রবিবার, অক্টোবর ১, ২০২৩

তুলির আঁচড়ে যুদ্ধের ভয়াবহতা তুলে ধরার আহ্বান মাননীয় প্রধানমন্ত্রীর

তুলির আঁচড়ে যুদ্ধের ভয়াবহতা তুলে ধরতে শিল্পীদের প্রতি আহ্বান জানিয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, অন্যায়-অবিচারের বিরুদ্ধে শিল্পীদের প্রতিবাদের ভাষা শিল্পকর্ম।

আজ, ১৯তম এশীয় চারুকলা প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।

যুদ্ধ বন্ধে শিল্পীদের ভূমিকা রাখার আহ্বান জানিয়ে মাননীয় প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ সব সময় শান্তির পক্ষে। কিন্তু একদিকে করোনা মহামারি এবং অন্যদিকে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের কারণে মানুষ কষ্টে আছে। এ ধরনের যুদ্ধ যেন না হয় সেজন্য শিল্পীদের ভূমিকা রাখতে হবে।

এ সময় প্রতিটি আন্দোলন-সংগ্রামে শিল্পীদের ভূমিকার কথা তুলে ধরেন মাননীয় প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে, সংস্কৃতির সেবা একেবারে তৃণমূলের মানুষের কাছে পৌঁছাতে তার সরকার কাজ করছে বলেও জানান সরকারপ্রধান।

সর্বশেষ