সোমবার, সেপ্টেম্বর ২৫, ২০২৩

দক্ষিণখানে ১৫ কেজি ওজনের মূল্যবান কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

রাজধানীর দক্ষিণখান এলাকার মধ্য গাওয়াইর থেকে আনুমানিক ১৫ কেজি ওজনের কষ্টিপাথর সদৃশ খণ্ডিত মূর্তি উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সকালে, দক্ষিণখান থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান উত্তরা জোনের উপ-পুলিশ কমিশনার মোর্শেদ আলম।

মোর্শেদ আলম জানান, বুধবার মধ্য গাওয়াইর এলাকার নির্মাণাধীন ভবনের মাটি খুঁড়লে কষ্টিপাথর সদৃশ প্রায় ১৫ কেজি ওজনের খণ্ডিত মূর্তি পাওয়া যায়। যা জানাজানি হলে সংবাদকর্মীরা ঘটনাস্থলে গিয়ে সত্যতা পেয়ে পুলিশে খবর দেয়। পরে আনুমানিক রাত ২টার দিকে পুলিশ গিয়ে মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

উদ্ধারকৃত মূর্তি প্রকৃতপক্ষে কষ্টি পাথরের কিনা তা পরীক্ষার জন্য ঢাকার আগারগাঁওয়ে প্রত্মতত্ত্ব অধিদপ্তরে পাঠানো হবে বলেও জানান এ কর্মকর্তা।

সর্বশেষ