রবিবার, অক্টোবর ১, ২০২৩

দশমিনায় জমে উঠেছে ইউনিয়ন পরিষদ নির্বাচন

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে পটুয়াখালীর দশমিনার ১নং রনগোপালদী ইউনিয়ন পরিষদ নির্বাচন । আগামী ২৯ ডিসেম্বর ইভিএম এর মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে।

এ ইউনিয়নে মোট ১৪ হাজার ৯ শত ৭ জন ভোটার ইভিএম এর মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করে তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচন করবেন। ইতিমধ্যে প্রার্থীরা সাধারণ ভোটারদের কাছে গিয়ে নিজেদেরকে বিভিন্ন ভাবে উপস্থাপন করছেন এবং তার পাশাপাশি বিভিন্ন উন্নয়ন করার প্রতিশ্রুতি দিচ্ছেন।

নির্বাচনে চেয়ারম্যান পদে মোট ৬ জন, সাধারণ সদস্য পদে ২৯ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে আবদুল আজিজ, সতন্ত্র প্রার্থী মো. জামাল মৃধা ঘোড়া, মো. জাকির হোসেন টেলিফোন প্রতীকে নির্বাচন করছেন।

এছাড়া, বিএনপির বিদ্রোহী প্রার্থী মো. হোসেন হাওলাদার আনারস, মো. মারুফ হোসেন চশমা, ইসলামি শাসনতন্ত্র আন্দোলন মো. সাইফুুল ইসলাম হাতপাখা প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সর্বশেষ