শুক্রবার, সেপ্টেম্বর ২২, ২০২৩

দাঁড়িয়ে থাকা ভারতীয় ট্রেনের ইঞ্জিনে রূপসা এক্সপ্রেসের ধাক্কা, আহত ৬

নীলফামারীর চিলাহাটি স্টেশনের কাছে দাঁড়িয়ে থাকা ভারতীয় একটি ট্রেনের ইঞ্জিনে বাংলাদেশের রূপসা এক্সপ্রেসের ধাক্কায় ছয়জন আহত হয়েছেন। এতে একটি লাইন বন্ধ হলেও বিকল্প লাইনে ট্রেন চলাচল করছে।

বুধবার (১৮ জানুয়ারি) সকাল ৯টার দিকে চিলাহাটি স্টেশনের আউটারে এ দুর্ঘটনা ঘটে।

সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আজম এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি বলেন, পার্বতীপুর থেকে ভারতীয় ‘মিতালি এক্সপ্রেস’ ট্রেনটি আনতে একটি খালি ইঞ্জিন চিলাহাটি যায়। লাইন ক্লিয়ার না পেয়ে আউটারে দাঁড়িয়ে ছিল ইঞ্জিনটি। এ সময় খুলনাগামী ‘রূপসা এক্সপ্রেস’ ট্রেনটি চিলাহাটি পৌঁছালে লাইন ক্লিয়ার করে দেয়া হয়। এরপর ‘রূপসা এক্সপ্রেস’ ট্রেনটি খুলনা যাওয়ার সময় দাঁড়িয়ে থাকা ওই খালি ইঞ্জিনকে ধাক্কা দেয়। এতে ছয়জন আহত হন এবং দাঁড়িয়ে থাকা ইঞ্জিনটি ক্ষতিগ্রস্ত হয়। বর্তমানে ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে বিকল্প লাইনে ট্রেন চলছে।

খবর পেয়ে পার্বতীপুর থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে এসেছে। মেরামতের কাজ শেষ হলে ওই লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হবে। এ ঘটনায় আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ওসি।

সর্বশেষ