রবিবার, অক্টোবর ১, ২০২৩

ধর্ষণচেষ্টায় ব্যর্থ হয়ে কিশোরীকে ছুরিকাঘাত

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার প্রত্যন্ত গ্রামে ৮ম শ্রেণির এক ছাত্রীকে গভীর রাতে বসত ঘরে ঢুকে ধর্ষণ করতে ব্যর্থ হয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায় বাচ্চু মৃধা (৪৫) নামে এক মৎস ব্যবসায়ী।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে উপজেলার জিউধরা ইউনিয়নের মৌলভী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পরে রাতে চিৎকার শুনে আহত স্কুল ছাএীকে রক্তাক্ত অবস্থায় পরিবারের স্বজনরা মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

আহত শিক্ষার্থী স্থানীয় শেরজন স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।

এ বিষয়ে মেয়েটির বাবা বলেন, বাচ্চু মৃধা কৌশলে ঘরে ঢুকে আমার মেয়েকে ধর্ষণের চেষ্টা করে। চিৎকার করলে তাকে ছুরিকাঘাত করে সে পালিয়ে যায়।

মোরেলগঞ্জ হাসপাতালের কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. শাহরিয়ার ফাত্তাহ জানান, শুক্রবার ভোরে হাসপাতালে ভর্তি হওয়া আহত স্কুল শিক্ষার্থীর ডান হাটুর নিচে ও ডান হাতের ৩টি আঙুলে গুরুতর ক্ষতসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। অনেক রক্তক্ষরণ হয়েছে। ধর্ষণের চেষ্টাকালে এমন ঘটনা ঘটেছে বলে মনে হচ্ছে। তার ডান হাটুর নিচে, ডান হাতের ৩টি আঙ্গুলে বেশ কয়েকটি সেলাই দেয়া হয়েছে। তাকে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে।

মোড়েলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান জানান, ধর্ষণ করতে গিয়ে স্কুল শিক্ষার্থীকে ছুরিকাঘাতের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে। হাসপাতালে ভর্তি করতে সব সহযোগীতা করেছে। পুলিশ ওই স্কুল শিক্ষার্থীর বক্তব্যও শুনেছে।পুলিশের একাধিক টিম তাকে আটকের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

সর্বশেষ