বুধবার, অক্টোবর ৪, ২০২৩

ধানখেত থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

নওগাঁর মান্দায় ধানখেত থেকে অজ্ঞাত এক ব্যক্তির (৪৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১১ আগস্ট) সকালে উপজেলার পাকুড়িয়া বধ্যভূমির পাশে মাঠের একটি ধানখেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী।

ওসি জানান জানান, সকালে মাঠে কাজ করতে গিয়ে ধানখেতে লাশটি পড়ে থাকতে দেখেন শ্রমিকেরা। পরে পুলিশে খবর দেওয়া হয়। লাশের গায়ে হাফ চেক শার্ট ও পরনে চেক লুঙ্গি ছিল।

ওসি আরও জানান, এখন পর্যন্ত লাশের নাম-পরিচয় পাওয়া যায়নি। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য লাশটি নওগাঁ জেনারেল হাসপাতালে পাঠানো হবে।

সর্বশেষ