বুধবার, জুন ৭, ২০২৩

ধামরাইয়ে গার্মেন্টস শ্রমিক হত্যার ঘটনায় অভিযুক্ত গ্রেফতার

ঢাকার ধামরাইয়ে গার্মেন্টস শ্রমিক মমতাজকে হত্যার ঘটনায় অভিযুক্ত শরীফকে গ্রেফতার করেছে র‌্যাব।

সোমবার তথ্যপ্রযুক্তির সহায়তায় মিরপুরের কালশী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন জব্দ করা হয়।

মঙ্গলবার দুপুরে, আশুলিয়ার বাইশমাইল এলাকায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাব-৪ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট রাকিব মাহমুদ খাঁন।

তিনি জানান, নিহত মমতাজ আশুলিয়ার কাঠগড়া এলাকায় ভাড়া বাসায় থাকার সময় প্রতিবেশী যুবক শরীফের সাথে টাকাপয়সার লেনদেন নিয়ে মনোমালিন্য হয়। এর জেরে মমতাজকে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে শ্বাসরোধে হত্যা করে শরীফ।

সর্বশেষ