শুক্রবার, সেপ্টেম্বর ২২, ২০২৩

ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় ২ নারী নিহত

ঢাকার ধামরাইয়ে শ্রমিকবাহী বাস উল্টে দুই নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন।

শনিবার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ধামরাইয়ের কালামপুর-সাটুরিয়া আঞ্চলিক সড়কের খাগুরতা বাসস্ট্যান্ডের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ধামরাই থানার মধুডাঙ্গা গ্রামের বাছের মোল্লার মেয়ে আকলিমা (৩৫) ও একই গ্রামের আমির মোল্লার মেয়ে ছুরিয়া (৩০)।

এ বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুল ইসলাম বলেন, সকালে প্রতীক সিরামিক কারখানার এ বাসটি শ্রমিকদের নিয়ে কারখানার দিকে যাচ্ছিল। পথে খাগুরতা এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দু’জন মারা যান এবং আরও অন্তত ২০ জন আহত হন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস এসে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

সর্বশেষ