বুধবার, জুন ৭, ২০২৩

নওগাঁয় বাড়ছে আমের চাষ, ভালো ফলনের আশায় আম চাষীরা

উত্তরের সীমান্তবর্তী জেলা নওগাঁ। ধানচাষ বেশি হওয়ায় দেশের শস্য ভান্ডার হিসেবে খ্যাত হলেও জেলায় মাটি ও আবহাওয়া অনুকূলে থাকায় দিন দিন বাড়ছে আমের চাষা। এরই মধ্যে নওগাঁর আম বাগানগুলোতে দেখা দিয়েছে আমের মুকুল। মুকুলের মৌ মৌ গন্ধে মুখরিত চারিদিক।

গতবারের চেয়ে এবার বেশি মুকুলে এসেছে জেলার আম বাগানগুলো। কোন কোন গাছে মুকুল থেকে আমের গুটিও এসে গেছে। তাই বাগান পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন নওগাঁর আম চাষিরা। তবে মুকুলে পোকার আক্রমণে চিন্তিত হলেও ফলন ভালো পাওয়ার আশা করছেন বাগান মালিকরা।

গতবছর এ জেলা থেকে ৭০ মেট্রিক টন আম বিদেশে রপ্তানি হয়েছে। এ বছর আরও বেশি রপ্তানির লক্ষে কৃষকদের আম উৎপাদনে প্রয়োজনীয় পরামর্শ দেয়া হচ্ছে বলে জানান, নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আবুল কালাম আজাদ।

এ বছর জেলার ৩০ হাজার হেক্টর জমিতে আম্রপালি, ল্যাংড়া, গৌড়মতি, হিমসাগর, গোপালভোগ, নাগফজলিসহ বিভিন্ন প্রজাতির আম চাষ হচ্ছে।

সর্বশেষ