নওগাঁয় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ-জেএমবির শীর্ষ নেতা পলাতক আসামি মো. আরিফ হোসেনকে গ্রেফতার করেছে র্যাব।
বৃহস্পতিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে র্যাব-৫, জয়পুরহাট ক্যাম্প।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ২ দিন অভিযান চালিয়ে গতকাল দিবাগত রাতে নওগাঁর সাপাহার থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ২০১৭ সালে ডিএমপির হাতে গ্রেফতারের পর সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনাল থেকে জামিন পেয়ে পলাতক ছিলো আরিফ।
আরিফের কাছ থেকে প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই করে জেএমবির অন্যান্য সদস্যদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানায় র্যাব।