বুধবার, অক্টোবর ৪, ২০২৩

নড়াইলে নিখোঁজের ৬দিন পর যুবকের মরদেহ উদ্ধার

নড়াইলে নিখোঁজের ছয়দিন পর রাজমিস্ত্রি ইয়াসিন মোল্যর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুরে নড়াইল সদরের আলোকদিয়া ঈদগাহ এলাকায় ইয়াসিনের মরদেহ খেজুর পাতা দিয়ে ঢাকা পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহত ইয়াসিন নড়াইল পৌরসভার ভওয়াখালী এলাকার বিল্লাল মোল্যার ছেলে। পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গত ১৬ জানুয়ারি রাতে সুলতান মেলা দেখার কথা বলে বাসা থেকে মোটরসাইকেল নিয়ে বের হন ইয়াসিন। এরপর তার আর খোঁজ মেলেনি। ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়।

ইয়াসিন নিখোঁজের পর তার বোন শিরিনা খানম গত ১৮ জানুয়ারি নড়াইল সদর থানায় সাধারণ ডায়েরি করেন। পুলিশ ও পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায় নি। অবশেষে রোববার খেজুর পাতার তলে থাকা ইয়াসিনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

পরিবারের দাবি এটি একটি হত্যাকান্ড এ হত্যাকান্ডের সাথে জড়িতদের উপযুক্ত বিচার চান তারা।

নড়াইল পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড। পুলিশ তদন্ত করছে খুব দ্রুত প্রকৃত ঘটনা জানা যাবে।

সর্বশেষ