বুধবার, অক্টোবর ৪, ২০২৩

নদীভাঙনে নিঃস্ব বরিশালের শ্রীপুরের শত শত পরিবার

প্রতিদিনই ভাঙনে বিলীন হচ্ছে নতুন নতুন বসতবাড়ি। বর্তমানে ভাঙনের কবলে পড়েছে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার শ্রীপুর, মিয়ারচর, বাহেরচর, চর ফেনুয়া, চরবগি ও চরমহিষা গ্রাম। গত এক মাসের ব্যবধানে ওই সকল গ্রামের বসতঘর, বাগান বাড়ি, ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়েছে।

সাত বছর ধরে এ ভাঙন অব্যাহত থাকলেও কোনো প্রতিরোধের ব্যবস্থা গ্রহণ না করায় প্রতি বছর চার থেকে সাড়ে ৪০০ ঘর বিলীন হয়েছে। ভাঙন কবলিত এলাকার লোকজন কোনো আর্থিক সহায়তা কিংবা তারা দয়া চান না। সরকারের কাছে তাদের দাবি বসতভিটা রক্ষায় যেন নেয়া হয় কার্যকরী পদক্ষেপ। ভাঙন প্রতিরোধে সরকারের দৃষ্টি আকর্ষণ করে গত ২১ জুলাই নদীরপাড়ে মানববন্ধন করেছে কালাবদর ও তেতুলিয়া নদীর ভাঙনে নিঃস্ব এলাকাবাসী।

নদীভাঙন রোধে খুব দ্রুত সময়ের মধ্যেই ব্যবস্থা নেয়া হবে বলে জানালেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম।

যত দ্রুত সম্ভব নদীভাঙন রোধে সরকারের সংশ্লিষ্ট কতৃপক্ষ কার্যকর পদক্ষেপ নেবে- এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।

সর্বশেষ