সোমবার, অক্টোবর ২, ২০২৩

নাটোরের স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের দায়ে যুবককে মৃত্যুদণ্ড

নাটোরের লালপুরে স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের দায়ে সুমন আলী নামে এক যুবককে মৃত্যুদণ্ড এবং রফিকুল ইসলাম নামে আরেকজনকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ৩০ হাজার টাকা করে জরিমানার আদেশ দেয়া হয়েছে।

রোববার সকালে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ আদেশ দেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ১৩ ফেব্রুয়ারি ওই স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণ করে আসামিরা। এ ঘটনায় স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে সুমন আলীসহ ৬ জনের নামে লালপুর থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ ভিকটিমকে উদ্ধার ও সুমনকে গ্রেফতার করে।

পরে পুলিশ তদন্ত করে সুমন আলী ও রফিকুল ইসলামকে অভিযুক্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করে।

সর্বশেষ