নাটোরে ট্রাকের ধাক্কায় বাইসাইকেল আরোহী মোহাম্মদ মানিক প্রাং নামে একজন নিহত হয়েছেন।
বুধবার সকালে, সদর উপজেলার ডাল সড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম আহমেদ জানান, মানিক প্রাং বাই সাইকেলযোগে ডাল সড়ক বাজারে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
এদিকে, ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরের নতুন শিকারপুর এলাকায় দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ২৫ জন।
এছাড়া, গতকাল দিবাগত রাতে টাঙ্গাইলের ঘাটাইলের হরিপুর এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।