নাটোরে ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে জয় উরাও নামে এক হেলপার নিহত হয়েছে।
শুক্রবার রাতে, নাটোর-রাজশাহী মহাসড়কের তেবারিয়া এলাকার রেলগেটের পাশে এ দুর্ঘটনা ঘটে।
এ সময় ট্রাক্টরের চালক আহত হন। আহত ট্রাক চালককে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাজশাহীর গোদাগাড়ীর রাজাবাড়ী থেকে ট্রাক্টরটি নাটোরের সুলতানপুর এলাকায় যাচ্ছিল। পরে তেবাড়িয়া রেলগেট এলাকায় পৌঁছালে ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই চালকের সহকারি জয় নিহত হন এবং চালক বিফল আহত হন।
খবর পেয়ে নাটোর ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আহত চালককে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে।