বুধবার, অক্টোবর ৪, ২০২৩

নাটোরে দুই মাদক ব্যবসায়ীকে আটক

নাটোর শহরের বড়গাছা এলাকা থেকে হেরোইনসহ মোস্তাকিম হোসেন মুন্না ও শাহাদৎ আলী নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে, সিরাজগঞ্জের র‌্যাব ১২ সদস্যরা।

গতরাতে, নাটোর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বড়গাছা ঈদগাহ মাঠের পাশ থেকে তাদের আটক করা হয়।

র‌্যাব -১২ সিরাজগঞ্জের অধিনায়ক মারুফ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মেজর মোহাম্মদ আনিসুজ্জামানের নেতৃত্বে, বড়গাছা এলাকায় ঈদগাহ মাঠের পাশে অভিযান চালায় র‌্যাব। অভিযানকালে ১ কেজি ৫৩ গ্রাম হেরোইনসহ তাদের আটক করা হয়। পরে তাদের নাটোর সদর থানায় সোপর্দ করা হয়।

সর্বশেষ