শুক্রবার, সেপ্টেম্বর ২২, ২০২৩

নাটোরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

নাটোরের বড়াইগ্রাম ও লালপুর উপজেলা থেকে মো. বজলুর রহমান (৪৫) ও মো. সবুজ ইসলাম (১৯) নামে দুইজনকে গ্রেপ্তার করেছে নাটোর র‌্যাব-৫। এরমধ্যে একজন ৬ মাসের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি।

মঙ্গলবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন নাটোর র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন।

এর আগে সোমবার বিকেলে বড়াইগ্রাম বনপাড়া বাজার ও লালপুর উপজেলার চকবাদেকুল এলাকা থেকে এ দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৫ জানায়, বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাটোরে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া বাজার ও লালপুরের চকবাদেকুল এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় বনপাড়া বাজার এলাকা থেকে ৬ মাসের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত একজন পলাতক বজলুর রহমানকে ও লালপুরের চকবাদেকুল থেকে ২৯০ পিস ইয়াবাসহ সবুজ ইসলামকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৫ জানায়, এ ঘটনায় লালপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে লালপুর থানায় হস্তান্তর করা হয়।

সর্বশেষ