শুক্রবার, ডিসেম্বর ৮, ২০২৩

‘নানাবাড়ি যাওয়ার কথা বলে পৃথিবী ছেড়েই চলে গেল’

‘আজ সকালে বাসায় ছিলাম। তখন মা আমাকে বললো নানাবাড়ি যাচ্ছে। আমি যেতে নিষেধ করেছিলাম, তারপরও গেল। কিন্তু মা যে নানাবাড়ি যাওয়ার কথা বলে একবারে পৃথিবী ছেড়েই চলে গেল। এখন আমি নিঃস্ব হয়ে গেলাম।’

এভাবেই কান্নাজড়িত কণ্ঠে বলছিলেন সড়ক দুর্ঘটনায় নিহত লাকী বেগমের সতেরো বছর বয়সী ছেলে মো. সামিম। সামিম রাজাপুর সরকারি কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র।

নিহত লাকী বেগমের স্বামী মোস্তফা সিকদার বলেন, ‘আমার লাকী রাস্তায় হাঁটার সময় গাড়ির ভয়ে রাস্তার পাশ দিয়ে হাঁটত। আর আজ কি না সেই গাড়িই তাকে ধাক্কা দিয়ে শেষ করে দিল। মেয়েটাকে পার্শ্ববর্তী কাঁঠালিয়া উপজেলায় বিয়ে দিয়েছি আর ছেলেটা রাজাপুরে পড়ে। আমি ঝালকাঠিতে কাজ করি। আমাদের কত স্বপ্ন ছিল।’

জানা যায়, বড় কৈবর্তখালী এলাকার মোস্তফা সিকদারের স্ত্রী লাকী বেগম (৪০) স্বামীর বাড়ি থেকে আজ মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে বাবার বাড়ি দক্ষিণ রাজাপুর বলাই বাড়িতে গেয়েছিলেন। বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি আসার পথে ঝালকাঠির রাজাপুর উপজেলার সমবায় নামক এলাকায় নসিমনের ধাক্কায় ছিটকে সড়কে পড়েন। পরে স্থানীয়রা সকাল সাড়ে ৮টায় উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠান। পরে বেলা সাড়ে ১২টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এদিকে ঘটনার পর থেকেই নসিমনের চালক উপজেলার আলগী এলাকার কাওসার মিয়া পলাতক রয়েছে। এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি।

রাজাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. ফিরোজ কামাল বলেন, নিহতের পরিবারের সঙ্গে কথা বলে অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ