শনিবার, ডিসেম্বর ২, ২০২৩

নারায়ণগঞ্জে অটোরিকশায় আগুন

নারায়ণগঞ্জে একটি সিএনজিচালিত অটোরিকশায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১০ নভেম্বর) দুপুর ২টার দিকে দিকে ঢাকা- নারায়ণগঞ্জ লিংক রোডে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অটোরিকশাটির গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে আগুনের সূত্রপাত হয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

অটোরিকশাটির চালক সুমন জানান, দুপুর ২টার দিকে নারায়ণগঞ্জের চাষাড়া থেকে তিনজন যাত্রী নিয়ে সাইনবোর্ডে যাওয়ার সময় জেলা প্রশাসকের কার্যালয়ের বিপরীতে হঠাৎ গাড়িতে শব্দ হলে চালকসহ যাত্রীরা তাৎক্ষণিক নেমে পড়েন। পরে চালক ও যাত্রীরা দেখতে পান গাড়িটির গ্যাস লিকেজের কারণে আগুন লেগে গেছে। কিছুক্ষণের মধ্যেই গাড়িটি পুড়ে যায়। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেও গাড়িটিকে শেষ রক্ষা করতে পারেনি। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন পুরোপুরি নিভিয়ে ফেলেন।

এ বিষয়ে নারায়ণগঞ্জ মণ্ডলপাড়া ফায়ার সার্ভিসের পরিদর্শক নাঈম বলেন, অটোরিকশাটির গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে অল্প সময়ের মধ্যে আমরা ঘটনাস্থলে পৌঁছে দেখি স্থানীয়রা আগুন অনেকটাই নিয়ন্ত্রণ করে ফেলেছেন। আমরা কিছু আগুনের ফুলকি ছিল সেগুলো সম্পূর্ণরূপে নিভিয়ে ফেলি। সেই সঙ্গে আগুনে পোড়া গাড়িটিকে রাস্তা থেকে সরিয়ে নিরাপদ জায়গায় রাখি।

সর্বশেষ