বুধবার, অক্টোবর ৪, ২০২৩

নারায়ণগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক নারীকে পিটিয়ে হত্যা

নারায়ণগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জাহেদা খাতুন নামে এক নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশী লোকজনের বিরুদ্ধে।

এসময় স্ত্রীকে বাঁচাতে গেলে স্বামী কাইয়ুম মন্ডলকেও পিটিয়ে আহত করে তারা। বৃহস্পতিবার বিকেলে সদর থানার গোগনগর এলাকায় এঘটনা ঘটে।

নিহতের ছেলে রাসেল জানান, দুইদিন আগে প্রতিবেশী সেকুল মিয়া আমগাছের ডাল কেটে তাদের টয়লেটের পাইপ ভেঙে ফেলে। পরে পাইপটি মেরামত করে দেওয়ার কথা থাকলেও তা মেরামত করে দেয়নি।

বিকেলে মেরামতের জন্য বললে তাদের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে মাকে পিটিয়ে আহত করে। পরে বাবা তার মাকে বাঁচাতে গেলে তাকেও পিটিয়ে আহত করে। এ হত্যার বিচার চান তিনি।

এ ঘটনায় সদর মডেল থানার উপ-পরিদর্শক হাফিজুর রহমান জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

সর্বশেষ