সোমবার, অক্টোবর ২, ২০২৩

নারায়ণগঞ্জে প্রবাস ফেরত ব্যক্তির মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের মদনপুর থেকে ওহাব মিয়া নামের এক প্রবাস ফেরত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে, মদনপুর বাসস্ট্যান্ডের পাশের খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত ওহাব মিয়া পাশ্ববর্তী সোনারগাঁও উপজেলার ললাটি গ্রামের বাসিন্দা ছিলেন।

তিনি দীর্ঘদিন পর প্রবাস থেকে ছুটিতে দেশে এসেছিলেন। পরে স্থানীয় ধামগড় পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক নজরুল ইসলাম মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে প্রেরণ করেন।

সর্বশেষ