বুধবার, অক্টোবর ৪, ২০২৩

নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, শালা-দুলাভাই নিহত

গোপালগঞ্জে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছকে ধাক্কা লেগে, মোটরসাইকেলের আরোহী মারুফ (৩২) ও বায়জিদ তালুকদার (১৮) নামের দুইজন নিহত হয়েছেন। তারা সম্পর্কে শালা-দুলাভাই ।

বুধবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের চন্দ্রদিঘলিয়ায় এ দুর্ঘটনা ঘটে।

কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে থানার পরিদর্শক খান শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত মারুফ বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার চালতাবুনিয়া গ্রামের বাসিন্দা ছিলেন। অপর নিহত বায়েজিদ একই উপজেলার আলম তালুকদারের ছেলে।

পুলিশ পরিদর্শক খান শরিফুল ইসলাম জানান, ঢাকা থেকে মোটরসাইকেলে করে মোরেলগঞ্জের চালতাবুনিয়া গ্রামের বাড়িতে যাচ্ছিলেন মারুফ ও বায়েজিদ। চন্দ্রদিঘলিয়ায় ঘণ কুয়াশার কারণে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন মারুফ। এসময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছকে গিয়ে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়।

সর্বশেষ