রবিবার, অক্টোবর ১, ২০২৩

নেত্রকোণায় জেএমবির বোমা হামলা ট্র্যাজেডি দিবস আজ

নেত্রকোণায় ২০০৫ সালের এদিনে, জেএমবির বোমা হামলায় নিহতদের প্রতি বিনম্র শ্রদ্ধা আর গণজাগরণের মাধ্যমে, সন্ত্রাসী ও জঙ্গিবাদী কর্মকাণ্ড নির্মূলের দীপ্ত অঙ্গীকারের মধ্য দিয়ে পালিত হচ্ছে ট্র্যাজেডি দিবস ।

এ উপলক্ষে নেত্রকোণা ট্র্যাজেডি দিবস উদযাপন কমিটির উদ্যোগে, সকালে জেলা শহরের অজহর রোডস্থ উদীচী কার্যালয়ে কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়।

নিহতদের স্মরণে উদীচী কার্যালয়ের সামনে নির্মিত স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে বিভিন্ন সংগঠন। পরে, বোমা হামলায় নিহতদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদনের জন্য ৩ মিনিট নীরবে দাঁড়িয়ে ‘স্তব্ধ নেত্রকোণা’কর্মসূচি পালিত হয়। এছাড়া একটি প্রতিবাদী মিছিলও বের করা হয়।

সর্বশেষ