ময়মনসিংহ সিটি কর্পোরেশন শম্ভুগঞ্জ ব্রিজ থেকে শম্ভুগঞ্জ বাজার গোলচত্বর পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার সড়কে নৌকাকৃতি দৃষ্টিনন্দন আধুনিক এলইডি সড়কবাতির উদ্বোধন করা হয়েছে।
রোববার সন্ধায়, ৩২ নং ওয়ার্ডের শম্ভুগঞ্জ ব্রিজের উত্তর পাড়সহ ময়মনসিংহ সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় আধুনিক সড়কবাতি স্থাপন প্রকল্পের আওতায় এ সড়কবাতি উদ্বোধন করেন, মেয়র মোঃ ইকরামুল হক টিটু।
এ সময় ওয়ার্ড কাউন্সিলর মোঃ এমদাদুল হক মন্ডল, মহিলা কাউন্সিলর মোছাঃ ফারজানা ববি কাকলি, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ জহুরুল হক, নির্বাহী প্রকৌশলী বিদ্যুৎ মোঃ জিল্লুর রহমান, ময়মনসিংহ মহানগর যুবলীগের আহবায়ক শাহীনূর রহমান, জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আল আমিন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।