রবিবার, অক্টোবর ১, ২০২৩

পকিস্তানে আত্মঘাতী বোমা বিস্ফোরণ, সেনাসহ নিহত ৩

পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে আত্মঘাতী বোমা বিস্ফোরণে এক সেনাসদস্য ও দুই বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো কয়েকজন।

স্থানীয় সময় সোমবার মিরানশাহ জেলায় এই আত্মঘাতী বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এদিকে সোমবার স্থানীয় সময় রাতে দেশটির বেলুচিস্তান প্রদেশের খুজদার জেলার উমর ফারুক চকের কাছে আরেকটি বিস্ফোরণে অন্তত ১৩ বেসামরিক নাগরিক আহত হয়েছেন।

এ বিষয়ে স্থানীয় পুলিশ জানায়, বিস্ফোরকটি ওই এলাকায় রাখা একটি মোটরসাইকেলে পাতা ছিল। এ ঘটনায় আহতদের খুজদারের জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানায় পুলিশ।

সর্বশেষ