পঞ্চগড়ের বোদা উপজেলায় অফিসে যাওয়ার পথে ইট বোঝাই ট্রাক্টরের চাপায় যশোদা রানী (৩২) নামে এক শিক্ষিকা নিহত হয়েছেন। এ সময় তার সহকর্মী অতুলচন্দ্র বর্মন (৪৫) আহত হয়েছেন।
সোমবার সকাল ১১টার সময় জেলার বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের ভোলা বসুনিয়া ক্লিনিকের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত যশোদা জেলার তেঁতুলিয়া উপজেলার দেবনগড় ইউনিয়নের মাগুড়মারি চৌরাস্তার নন্দগছ গ্রামের রাজিব চন্দ্র রায়ের স্ত্রী। তিনি ফুটকিবাড়ি উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিষয়ের শিক্ষিকা ছিলেন।
এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে ঘাতক ট্রাক্টরে আগুন জ্বালিয়ে দিয়েছেন স্থানীয়রা।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজয় কুমার রায় বলেন, ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। বর্তমানে পরিবেশ শান্ত করার চেষ্টা চলছে।