বুধবার, অক্টোবর ৪, ২০২৩

পঞ্চগড়ে ট্রাক্টর চাপায় স্কুল শিক্ষিকা নিহত

পঞ্চগড়ের বোদা উপজেলায় অফিসে যাওয়ার পথে ইট বোঝাই ট্রাক্টরের চাপায় যশোদা রানী (৩২) নামে এক শিক্ষিকা নিহত হয়েছেন। এ সময় তার সহকর্মী অতুলচন্দ্র বর্মন (৪৫) আহত হয়েছেন।

সোমবার সকাল ১১টার সময় জেলার বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের ভোলা বসুনিয়া ক্লিনিকের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত যশোদা জেলার তেঁতুলিয়া উপজেলার দেবনগড় ইউনিয়নের মাগুড়মারি চৌরাস্তার নন্দগছ গ্রামের রাজিব চন্দ্র রায়ের স্ত্রী। তিনি ফুটকিবাড়ি উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিষয়ের শিক্ষিকা ছিলেন।

এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে ঘাতক ট্রাক্টরে আগুন জ্বালিয়ে দিয়েছেন স্থানীয়রা।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজয় কুমার রায় বলেন, ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। বর্তমানে পরিবেশ শান্ত করার চেষ্টা চলছে।

সর্বশেষ