মঙ্গলবার, ডিসেম্বর ১২, ২০২৩

পরকীয়া জেনে ফেলায় ছেলেকে হত্যা, মৃত্যুদণ্ডপ্রাপ্ত মা গ্রেপ্তার

চাঁদপুরের হাইমচর উপজেলার দক্ষিণ আলগী গ্রামে মায়ের পরকীয়া প্রেমের কথা ছেলে আরিফ হোসেন জেনে ফেলায় পরকীয়া প্রেমিকের সহায়তায় ছেলেকে কুপিয়ে হত্যা করেন মা খুকি বেগম (৫০)। এ ঘটনায় দোষী সাব্যাস্ত করে আদালত তাকে মৃত্যুদণ্ড দেন। এরপর থেকে তিনি পালিয়ে ছিলেন। দীর্ঘদিন পর তাকে ফরিদপুর পৌরসভার বৈঠাখালী এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১০ এর ফরিদপুরের একটি দল। এতে সহযোগিতা করেন র‍্যাব-১১ এর সদস্যরা।

গতকাল শুক্রবার (১০ নভেম্বর) রাত ১১টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার (১১ নভেম্বর) বিকেল ৫টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১০ এর ফরিদপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক কে এম শাইখ আকতার। ২০১৫ সালের ১৮ নভেম্বর রাতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, খুকি বেগমের সঙ্গে পার্শ্ববর্তী এলাকার জয়নাল গাজী নামে এক ব্যক্তির পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি খুকি বেগমের ছেলে আরিফ হোসেন জানতে পারেন। এ নিয়ে মা ও ছেলের মধ্যে মনোমালিন্য শুরু হয়। ২০১৫ সালের শুরুতে ছেলে আরিফ হোসেন পার্শ্ববর্তী এলাকার আব্দুস সালাম মিয়ার মেয়ে আসমা আক্তারকে (১৯) বিয়ে করেন। ওই বিয়ে মা খুকি বেগম প্রথমে মেনে না নিলেও একপর্যায়ে মেনে নেন। তার কিছুদিন পর থেকে আরিফ ও তার স্ত্রীর সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া হতো খুকি বেগমের। তখন ছেলে তার মাকে পরকীয়ার খোটা দিত এবং হেয় করে কথা বলত। এজন্য মা খুকি বেগম ছেলেকে হত্যার পরিকল্পনা করেন।

মামলার এজাহারের বরাত দিয়ে র‍্যাব জানায়, ২০১৫ সালের ১৬ নভেম্বর খুকির পুত্রবধূ আসমা বেগম বাবার বাড়িতে যান। এর দুই দিন পর ১৮ নভেম্বর রাতে খুকি বেগম পূর্বপরিকল্পনা অনুযায়ী তাদের নিজ বাড়িতে ছেলে আরিফকে গরুর দুধের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে তার পরকীয়া প্রেমিকের সহায়তায় ছেলে আরিফকে ঘুমন্ত অবস্থায় হকিস্টিক দিয়ে পিটিয়ে, বটি ও ব্লেড দিয়ে জখম করে আরিফের স্ত্রীকে জানান তাদের বাড়িতে ডাকাত এসে তার স্বামীকে জখম করেছে।

পরদিন (১৯ নভেম্বর) চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেলে নেওয়ার পথে মারা যান আরিফ। এ ঘটনায় ওইদিনই মৃত আরিফের স্ত্রী আসমা শাশুড়ি খুকি বেগমসহ অজ্ঞাতনামা ২-৩ জন ব্যক্তিকে আসামি করে হাইমচর থানায় একটি হত্যা মামলা করেন। মামলার রায়ে চাঁদপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মা খুকি বেগমকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেন। এরপর থেকে পলাতক ছিলেন তিনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে র‍্যাব-১০ এর ফরিদপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক কে এম শাইখ আকতার বলেন, ঘটনার পর দীর্ঘ প্রায় আট বছর পর এ মামলার দণ্ডপ্রাপ্ত আসামি খুকি বেগমকে ধরতে সক্ষম হই আমরা। আসামিকে শনিবার (১১ নভেম্বর) বিকেলে চাঁদপুরের হাইমচর থানায় পাঠিয়ে দেওয়া হয়েছে।

সর্বশেষ