বুধবার, অক্টোবর ৪, ২০২৩

পাটের ব্যাগ ব্যবহারে উৎসাহিত করতে ডিসিদের নির্দেশ দেওয়া হয়েছে: পাটমন্ত্রী

পাট ও বস্ত্রমন্ত্রী গাজী গোলাম দস্তগীর বলেছেন, ‘বাজারে প্লাস্টিকের ব্যাগের ব্যবহার কমিয়ে পাটের ব্যাগ ব্যবহারে মানুষকে উৎসাহিত করার জন্য জেলা প্রশাসকদের (ডিসি) কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।’

বুধবার (২৫ জানুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

বস্ত্রমন্ত্রী বলেন, ‘আমদানিনির্ভর চালের বস্তা ছাড়া দেশীয় চালের বস্তায় যাতে প্লাস্টিকের ব্যবহার না হয়, সেখানে তৎপর হতে হবে। দেশীয় চালের বস্তা যাতে পাট দিয়ে করা হয়, সেটা নিশ্চিত করে এটার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে।’

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তফা জব্বার বলেন, ‘সঠিক বিনিয়োগ না থাকার কারণে রাষ্ট্রায়ত্ত মোবাইল কোম্পানি টেলিটককে শক্তিশালী করা যাচ্ছে না। তবে ইতোমধ্যে দেশের দুর্গম এলাকাগুলোয় ৪০০ বিটিএস বসানো হয়েছে। আরও বসানোর কাজ চলছে।’

তিনি আরও বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগের সময় দেশের অনেক এলাকায় মোবাইল নেটওয়ার্ক বন্ধ হয়ে যাওয়ায় সে সময় কাজে ব্যাঘাত হয়, এমন অভিযোগ করেছেন জেলা প্রশাসকরা।’ এখন থেকে এ বিষয়ে বিশেষ নজর দেওয়ার আশ্বাস দেন তিনি।

বিজয় কি-বোর্ড প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘বিজয় কি-বোর্ড ব্যবহার বাধ্যতামূলক, এই কথাটা বিভ্রান্তিকর। এটা ব্যবহারকারীদের জন্য বাধ্যতামূলক নয়, শুধু উৎপাদনকারীদের জন্য বাধ্যতামূলক।’

সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেন, ‘প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও জাদুঘর সংরক্ষণ ও সমৃদ্ধিতে ভূমিকা রাখতে জেলা প্রশাসকরা একমত হয়েছেন। জেলা শিল্পকলা একাডেমিগুলোকে ব্যবহার উপযোগী করে পূর্ণাঙ্গ কমপ্লেক্সে উন্নীত করা হবে। দেশের কোথাও কোনও সাংস্কৃতিক কর্মকাণ্ড করতে বাধা নেই, কিন্তু তা যেন অপসংস্কৃতি না হয়।’

সর্বশেষ