বুধবার, অক্টোবর ৪, ২০২৩

পিএসজিতে ফিরেই লাল কার্ড দেখলেন নেইমার!

কাতার বিশ্বকাপটা মোটেও সুখকর ছিল না ব্রাজিলের পোস্টার বয় নেইমারের জন্য। বিশ্বকাপ ব্যর্থতা শেষে এবার নিজের ক্লাবে ফিরেই নেইমার দেখলেন লাল কার্ড। গত বুধবার দিবাগত রাতে পিএসজির হয়ে মাঠে নেমেছিলেন ব্রাজিলিয়ান এই তারকা। স্ত্রাসবুর্গের বিপক্ষে ম্যাচের দ্বিতীয়ার্ধে ২ মিনিটেরও কম সময়ের ব্যবধানে দুটি হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন নেইমার।

ম্যাচের ৬১ মিনিটে স্ত্রাসবুর্গের ডিফেন্ডার আদ্রিয়ান থমাসনের মুখে হাত দিয়ে আঘাত করে প্রথম হলুদ কার্ড দেখেন নেইমার। পরের মিনিটেই বাঁ প্রান্ত দিয়ে বক্সে ঢোকার সময় তাকে বাধা দেন স্ত্রাসবুর্গ ডিফেন্ডার। এসময় পেনাল্টি আদায় করতে চালাকি করে ডাইভ দিয়ে বসেন নেইমার।

কিন্তু নেইমারের এই চালাকি চোখ এড়ায়নি রেফারির। দ্বিতীয় হলুদ কার্ড অর্থাৎ লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেওয়া হয় নেইমারকে। ফলে দশজনের দলে পরিণত হয় পিএসজি।

এর আগে ম্যাচের ১৪ মিনিটের সময় নেইমারের ফ্রি কিক থেকে ডি বক্সের মধ্যে লাফিয়ে উঠে হেডে গোল করে পিএসজিকে এগিয়ে নিয়েছিলেন মার্কুইনহোস। তবে ম্যাচের ৫১ মিনিটে সেই মারকুইনহোসের গায়ে লেগেই আত্মঘাতী গোলে সমতায় ফেরে স্ত্রাসবুর্গ।

তবে পিএসজিকে শেষ রক্ষা করেন সেই কিলিয়ান এমবাপ্পে। যোগ করা সময়ে পেনাল্টি থেকে তার করা গোলে ২-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে ফরাসি ক্লাবটি।

সর্বশেষ