শুক্রবার, ডিসেম্বর ৮, ২০২৩

পিকআপের ধাক্কায় প্রাণ গেলো বৃদ্ধের

নীলফামারীতে পিকআপ ভ্যানের ধাক্কায় রিকশা আরোহী আইয়ুব আলী নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন রিকশাচালক নুর ইসলাম।

শনিবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে নীলফামারী জেনারেল হাসপাতালের গেটের সামনে এ ঘটনা ঘটে।

আইয়ুব আলী পৌর শহরের উকিলের মোড় কুখা পাড়া এলাকার মৃত বছদ্দি মাহমুদের ছেলে। তিনি নীলফামারী জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি ছিলেন। আর আহত রিকশাচালক নুর ইসলাম পৌর শহরের শান্তিনগর এলাকার বাসিন্দা। তিনি নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

নীলফামারী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মনিরুজ্জামান রুকু বলেন, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।

নীলফামারী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম বলেন, পিকআপের ধাক্কায় একজন রিকশা আরোহীর মৃত্যু হয়েছে।

সর্বশেষ