শনিবার, ডিসেম্বর ২, ২০২৩

পুলিশের হস্তক্ষেপে নাটোর-রাজশাহী রুটে বাস চলাচল শুরু

নাটোর-রাজশাহী মহাসড়কে অভ্যন্তরীণ রুটে ৬ ঘণ্টা পর বাস চলাচল শুরু হয়েছে। রোববার দুই জেলার মোটর শ্রমিকদের দ্বন্দ্বে ভোর ৬টা থেকে নাটোর-রাজশাহী মহাসড়কে বাস চলাচল বন্ধ করে দেয় বাস মালিকরা।

বাস চলাচলের বিষয়টি নিশ্চিত করেছেন নাটোর জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান।

তিনি ঢাকা পোস্টকে জানান, দুই জেলার মালিকানাধীন দুটি গাড়ির স্টাফদের দ্বন্দ্বের জেরে আজ ভোর ৬টা থেকে এ রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়। রাজশাহীর শ্রমিক ইউনিয়নের লোকজন নাটোরের বেশ কয়েকটি গাড়ি আটকে দেয়। পরে আমরাও তাদের ৪-৫টি গাড়ি আটকে দেই। এরপর নাটোরের পুলিশ কর্মকর্তারা এসে পরিস্থিতি স্বাভাবিক করার আশ্বাস দিলে বেলা ১২ টার দিকে বাস চলাচল শুরু হয়।

তিনি বলেন, আজকে সন্ধ্যায় রাজশাহী বাস মালিক সমিতি ও পরিবহণ শ্রমিক ইউনিয়নের সঙ্গে বসার কথা ছিল। কিন্তু উত্তরবঙ্গের বাস মালিক নেতাদের নির্দেশনায় আগামী মঙ্গলবার রাজশাহীতে তাদের মালিক সমিতির অফিসে এই সমস্যা সমাধানে আলোচনার তারিখ নির্ধারণ করা হয়েছে।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ ঢাকা পোস্টকে জানান, নাটোর-রাজশাহী রুটে বাস চলাচল বন্ধের খবর পেয়ে নাটোরের বাস মালিক ও শ্রমিক ইউনিয়নের নেতাদের সঙ্গে আলোচনা করি। তাদের মাধ্যমে রাজশাহীর বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতাদের সঙ্গে কথা বলেছি। তারপর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দুই জেলার বাস চলাচল পরিস্থিতি স্বাভাবিক হয়।

উল্লেখ্য, বেশ কিছুদিন আগে নাটোর জেলার মালিকানাধীন রাজকীয় নামের একটি বাসের ধাক্কায় রাজশাহীর জেলার মালিকানাধীন দীপ পরিবহনের একটি বাসের রং চটে যায়। পরে রাজকীয় পরিবহনকে সেদিন ৪০০ টাকা জরিমানা করা হলে সেই টাকা পরিশোধে বিলম্ব করে তারা। এ ঘটনায় গত তিনদিন আগে রাজশাহীতে রাজকীয় পরিবহনের স্টাফদেরকে মারধর করে দীপ পরিবহনের স্টাফরা। এরই জেরে গতকাল রাতে নাটোরে দীপ পরিবহনের স্টাফদের মারধর করে রাজকীয় পরিবহনের স্টাফরা।

এই ঘটনাকে কেন্দ্র করে নিরাপত্তার আশঙ্কায় এই রুটে রোববার ভোর থেকে দুই জেলার মালিকানাধীন বাস চলাচল বন্ধ করে দেয় বাস মালিকরা।

সর্বশেষ