সোমবার, ডিসেম্বর ১১, ২০২৩

ফিলিস্তিনে ইসরায়েলের নির্যাতন বন্ধের দাবিতে জবিতে বিক্ষোভ

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। রোববার (১৫ অক্টোবর) দুপুরে ফিলিস্তিনি জনতার প্রতি সংহতি জানিয়ে এ কর্মসূচি পালিত হয়।

মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে ভাস্কর্য চত্বরে এসে শেষ হয়।

শিক্ষার্থীরা বলেন, অবিলম্বে বাংলাদেশকে পুনরায় পাসপোর্ট সংশোধন করতে হবে। ইসরাইলে যাওয়া বন্ধ করতে হবে। জাতীয় সংসদে আইন পাস করে ইসরাইলকে দখলদার রাষ্ট্র হিসেবে ঘোষণার করতে হবে। সময় এসেছে বিশ্বের মুসলমানদের ঐক্যবদ্ধ হয়ে নির্যাতিত মুসলিমদের পাশে দাঁড়ানোর।

সমাবেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নোমান বিল্লাহ বলেন, ইসরাইল ও যুক্তরাষ্ট্রকে সন্ত্রাস ও দখলদারির পথ ছেড়ে দিয়ে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের পথে এগিয়ে আসতে হবে। বাংলাদেশকে পুনরায় পাসপোর্ট সংশোধন করতে হবে। ইসরাইলে যাওয়া বন্ধ করতে হবে। তাদের বিরুদ্ধে আমাদের বুদ্ধিবৃত্তিক লড়াই করতে হবে।

সর্বশেষ