শুক্রবার, সেপ্টেম্বর ২২, ২০২৩

‘ফিলিস্তিন সমর্থক’ রোনালদো রাজনীতির শিকার: এরদোয়ানের

এমন বাজে সময় ক্যারিয়ারে আগে কখনো কাটাননি ক্রিস্টিয়ানো রোনালদো। ২০২২ সাল যেকোনো বিচারেই পর্তুগিজ তারকার সবচেয়ে খারাপ বছর। গত মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডে অনেক আশা নিয়ে এসেছিলেন। কিন্তু কোচ এরিক টেন হাগের সঙ্গে বনাবনি হয়নি সিআরসেভেনের।

বিশ্বকাপের আগে তো রীতিমতো বোমাই ফাটিয়েছেন রোনালদো। পিয়ার্স মরগানের সঙ্গে সাক্ষাৎকারে ম্যানচেস্টার ইউনাইটেড কোচ টেন হাগকে সরাসরি অভিযুক্ত করেছিলেন, করেছিলেন কিছু বিতর্কিত মন্তব্য। ফলে বিশ্বকাপ চলার সময়ই ইউনাইটেডের সঙ্গে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে সম্পর্কচ্ছেদ হয়ে যায় তার।

বিশ্বকাপটাও ভালো যায়নি রোনালদোর। মাত্র ১টি গোল করেছেন। যেন ঠিক ‘রোনালদোসুলভ’ ছিলেন না গ্রুপ পর্বে। দ্বিতীয় রাউন্ডের শুরুতে তো কোচের সঙ্গে ঝামেলাতেই জড়িয়ে পড়লেন। পর্তুগাল কোচ তাঁকে সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠেই নামাননি। পর্তুগাল রোনালদোর প্রভাব ছাড়াই পর্তুগাল জিতল ৬-১ গোলের বিশাল ব্যবধানে।

মরক্কোর বিপক্ষে কোয়ার্টার ফাইনালের রোনালদোর কাঁদতে কাঁদতে মাঠের বাইরে বেরিয়ে যাওয়া ছিল ফুটবল–ইতিহাসের একটি অধ্যায়েরই পরিসমাপ্তি।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান রোনালদোর কড়া ভক্ত। তিনি মনে করেন, রাজনৈতিক কারণেই রোনালদোর এমন পরিণতি হয়েছে। এক সাক্ষাৎকারে এরদোয়ান বলেন, ‘ওরা রোনালদোকে নষ্ট করেছে। এটা দুর্ভাগ্যের। ওর ওপর রাজনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। রোনালদোর মতো ফুটবলারকে বসিয়ে রাখা, ম্যাচের ৩০ মিনিট বাকি থাকতে নামানো অপমানের শামিল। এটা করাই হয়েছে রোনালদোকে মানসিক ধাক্কা দিতে।

তবে সেই রাজনৈতিক নিষেধাজ্ঞা ব্যাখ্যা করেননি এরদোগান। তবে অনেকেই ধারনা করছেন ফিলিস্তিনের প্রতি রোনালদোর ইতিবাচক মনোভাবের জন্যই এমনটা করা হয়েছে। এর আগে ফিলিস্তিন এবং রোনালদোকে ঘিরে অনেক খবরই প্রকাশ হয়। যেগুলোর বেশির ভাগ গুজব হলেও এই তারকা যে ফিলিস্তিনের প্রতি সদয় মনোভাবের এটা অনেকটা ওপেন সিক্রেটের মতোই।

সর্বশেষ