শুক্রবার, সেপ্টেম্বর ২২, ২০২৩

ফের বন্ধ হলো যমুনা সার কারখানার উৎপাদন

জামালপুরের সরিষাবাড়ীতে অবস্থিত ইউরিয়া উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সার কারখানার উৎপাদন ফের বন্ধ হয়েছে।

যমুনা সার কারখানা সুত্রে জানা যায়, কারখানায় গত রবিবার বিকাল চারটার দিকে সার উৎপাদন বন্ধ হযে যায়। ইনগারসোল ব্র্যান্ডের পরিদর্শক প্রতিনিধিগণ ও জেএফসিএল অপারেশন বিভাগের প্রতিনিধিরা কারখানার এনজি বুস্টার কম্প্রেসার কক্ষ পরিদর্শনে যান, এসময় ইনগারসোল ব্র্যান্ডের পরিদর্শক প্রতিনিধিরা কম্প্রেসরটির বিভিন্ন প্যারামিটার পরীক্ষা করার সময় হঠাৎ করে কম্প্রেসরটি বন্ধ হয়ে যায়।

এ ঘটনায় ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে যমুনা সার কারখানা কতৃপক্ষ। আগামী ৩ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা বলা হয়। উল্লেখ্য, গত বছরের ২১ জুন তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোং গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়। পরে ১১ ডিসেম্বর গ্যাস সংযোগ সচলের পর সোমবার ১৯ ডিসেম্বর অ্যামোনিয়া উৎপাদনের পরে ২০ ডিসেম্বর রাতে সার উৎপাদন শুরু হয়।

সর্বশেষ