বুধবার, অক্টোবর ৪, ২০২৩

বন্ধ হলো কালুরঘাট রেল সেতু

চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত পর্যটক ট্রেন চলাচল শুরু করার লক্ষ্যে কালুরঘাট রেল সেতুর সক্ষমতা বাড়ানো প্রয়োজন। তাই, সেতুটি সংস্কার করা হবে। সংস্কারের প্রয়োজনে আগামী তিন মাসের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে কালুরঘাট রেল সেতু।

মঙ্গলবার (১ আগস্ট) সকালে কালুরঘাট সেতুর ওপর দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। সেতু বন্ধ থাকাকালে যানবাহন পারাপারের জন্য কর্ণফুলী নদীতে চালু করা হয়েছে তিনটি ফেরি।

রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী আবু জাফর মিয়া জানিয়েছেন, দোহাজারী-কক্সবাজার রেললাইন স্থাপনের কাজ শেষ হওয়ার পথে। আগামী ডিসেম্বর মাসেই ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত সরাসরি ট্রেন চলাচল শুরু হবে। কালুরঘাট সেতুর ওপর দিয়ে ভারী ইঞ্জিনের পর্যটক ট্রেন চলাচল করবে। তাই, কালুরঘাট সেতুর সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সংস্কারকাজ শুরু হয়েছে আজ ১ আগস্ট। ফলে, সেতু বন্ধ থাকবে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত। এই রেল সেতু সংস্কারে রেলওয়ের ৫৫ কোটি টাকা ব্যয় হবে। সংস্কারকাজ করবে ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।

সড়ক ও জনপথ বিভাগের (সওজ) চট্টগ্রাম অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ জাহেদ হোসেন জানিয়েছেন, কালুরঘাট সেতুর বিকল্প হিসেবে কর্ণফুলী নদীতে তিনটি ফেরি চালু করা হয়েছে। এর মধ্যে দুটি ফেরি সার্বক্ষণিক চলাচল করবে এবং আরেকটি থাকবে অতিরিক্ত। এসব ফেরি দিয়ে নির্ধারিত টোল পরিশোধ করে সব ধরনের যানবাহন পারাপার হবে।

সর্বশেষ