বুধবার, অক্টোবর ৪, ২০২৩

বহুল প্রতীক্ষিত মেট্রোরেলের উদ্বোধন কাল

০২২ সালটি যেন বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়নের এক মাইলফলকের বছর।

স্বপ্নের পদ্মা সেতু, কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু টানেল এরপর ঢাকার বুক চিতিয়ে মেট্রোরেলের ছুটে চলা সব স্বপ্নই যেন বাস্তবে পরিণত হলো এই একটি বছরে। পদ্মা সেতু এবং বঙ্গবন্ধু টানেলের ধারাবাহিকতায় এবার রাত পোহালেই বৈদ্যুতিক ট্রেনের যুগে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ।

নাগরিকদের সকল ভোগান্তি আর অপেক্ষার অবসান ঘটিয়ে লাল সবুজের মাসেই উদ্বোধন করা হচ্ছে দক্ষিণ এশিয়া তথা বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তির এ মেট্রোরেল।

উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের এই প্রথম অংশের উদ্বোধন করবেন বাংলাদেশের স্বপ্ন পূরণের সারথী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পরদিন থেকেই তা সর্বসাধারণের জন্য খুলে দেয়া হবে। আর এ স্বপ্নযাত্রার অংশীদার হতে পারে উচ্ছ্বসিত নগরবাসীও।

সর্বশেষ