রবিবার, অক্টোবর ১, ২০২৩

বাবা হত্যায় ছেলের মৃত্যুদণ্ড, স্ত্রী ও আরেক ছেলের যাবজ্জীবন

ফরিদপুরে স্ত্রী ও দুই ছেলে মিলে মালেক শেখকে (৪৫) হত্যা করেন বলে আদালতে প্রমাণিত। বাবাকে হত্যার দায়ে ছেলে আনোয়ারকে (২৯) মৃত্যুদণ্ড এবং স্ত্রী রিলি বেগম (৪৩) ও আরেক ছেলে শাকিবকে (২৭) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

একই সঙ্গে আদালত ওই তিন আসামিকে ১০ হাজার টাকা করে জরিমানা করেছেন। জরিমানা অনাদায়ে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত রিলি বেগম ও শাকিবের আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

বুধবার (১৮ জানুয়ারি) দুপুর ১২টার দিকে ফরিদপুর জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক শিহাবুল ইসলাম এ রায় দেন। এ সময় তিন আসামিই আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর তাদের পুলিশ পাহারায় জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়।

২০১৪ সালের ১১ অক্টোবর দিবাগত রাতে ফরিদপুর সদরের কৈজুরি ইউনিয়নের বেতবাড়ীয়া গ্রামে মালেক শেখকে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের নয় বছর পর মামলার রায় দেওয়া হলো।

মামলার এজাহার সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে ২০১৪ সালের ১১ অক্টোবর দিবাগত রাতে ধারালো অস্ত্র দিয়ে কৃষক মালেক শেখকে হত্যা করা হয়। পরদিন ১২ অক্টোবর নিহতের ভাই আব্দুল খালেক শেখ বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা সুমুকার সরকার ওই বছরের ৩১ অক্টোবর নিহতের স্ত্রী ও দুই ছেলেকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেন।

আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) সানোয়ার হোসেন বলেন, এই রায়ের ফলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠার সুযোগ হবে। দেশে ও পরিবারে অপরাধ প্রবণতা কমে আসবে।

সর্বশেষ