রবিবার, অক্টোবর ১, ২০২৩

বিএনপির এমপিদের পদত্যাগ সংসদের কার্যক্রমে প্রভাব ফেলবে না: তথ্যমন্ত্রী

সংসদের কার্যক্রমে বিএনপির এমপিদের পদত্যাগ কোনো প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

রোববার দুপুরে, সচিবালয়ে তথ্যমন্ত্রী বলেন, পদত্যাগের মাধ্যমে বিএনপি নেতারা গণতান্ত্রিক পথ রুদ্ধ করতে চায়। কিন্তু নিয়ম অনুযায়ীই শূন্য আসনে উপনির্বাচন হবে।

এ সময়, তিনি আরও বলেন, কূটনীতিকদের জেনেভা কনভেনশন মেনে চলতে হবে। কোনো বিদেশি শক্তি সরকারকে ক্ষমতায় বসায়নি। তাই কেউ চাইলেই সরকারকে সরাতে পারবে না।

সর্বশেষ