রবিবার, অক্টোবর ১, ২০২৩

বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কাল সাভারে মহাসমাবেশ

সারা দেশে বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আগামীকাল সাভারে ঢাকা জেলা আওয়ামী লীগের উদ্যোগে মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।

ইতিমধ্যে মহাসমাবেশ উপলক্ষে মঞ্চ তৈরিসহ সকল ধরণের প্রস্তুতি কাজ সম্পন্ন করা হয়েছে।

কয়েক লাখ মানুষ এই সমাবেশে যোগ দান করবেন বলে জানিয়েছেন সাভারের সংসদ সদস্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।

শুক্রবারে দুপুরে, তিনি সাভারের রেডিও কলোনি স্কুল এন্ড কলেজ মাঠে মহাসমাবেশের মঞ্চ পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন।

মহাসমাবেশে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকার কথা রয়েছে। এসময় মঞ্চ পরিদর্শনে ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য বেনজীর আহমেদ,সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

সর্বশেষ