রবিবার, অক্টোবর ১, ২০২৩

বিচার নিশ্চিতে যা যা প্রয়োজন, সব করেছে বর্তমান সরকার: শেখ হাসিনা

বিচার না পাওয়ার যন্ত্রণা কি তা আমরা বুঝি, তাই সাধারণ মানুষের জন্য বিচার নিশ্চিত করতে যা যা করা প্রয়োজন, বর্তমান সরকার এর সব করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের ৫৯তম বার্ষিক সম্মেলনে প্রধানমন্ত্রী এ কথা জানান।

তিনি বলেন, মানুষের জন্য আইনের শাসন নিশ্চিত করা হবে। যতদ্রুত মামলার রায় দেয়া যাবে, অপরাধমূলক কর্মকাণ্ড তত কমবে। জঙ্গিবাদ রুখতে সবাইকে সচেতন হতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, যারা বিচার করবেন এবং যারা বিচার চাইতে আসেন তারা যেন সবাই একটা সুষ্ঠু পরিবেশ পায় তার জন্য আমরা কাজ করে যাচ্ছি। কারণ ভালো পরিবেশ পেলে ভালো চিন্তা মাথায় আসে।

সর্বশেষ