বুধবার, জুন ৭, ২০২৩

বিজয় দিবসের প্রথম প্রহরে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা

বিজয় দিবসের প্রথম প্রহরে টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

রাত ১২টা ১ মিনিটে জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এর পরপরই সেখানে ফুল দিয়ে পৃথকভাবে শ্রদ্ধা জানান পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এ.কিউ.এম মাহবুব ও জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

এদিকে দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

সকালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটির আহবায়ক আবুল হাসনাত আবদুল্লাহ এমপি,বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য মোহাম্মদ ফারুক খান এমপি শ্রদ্ধা নিবেদন করেন এবং বঙ্গবন্ধু ও ৭৫ সালে ১৫ আগষ্ট তার পরিবারের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।এ সময় কেন্দ্রীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ