রবিবার, অক্টোবর ১, ২০২৩

বিপিএলের পাঁচের পাঁচে মাশরাফি বাহিনী

বাংলাদেশ প্রিমিয়ার লিগের এবারের আসরে অপ্রতিরোধ্য, কখনোই প্লে অফ খেলতে না পারা সিলেট স্ট্রাইকার্স। মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বাধীন এ দলটি ঢাকা পর্বের প্রথম অংশেই জিতেছিল চারটি ম্যাচ। এবার চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচেই জিতল মাশরাফি-মুশফিকদের সিলেট। ঢাকা ডমিনেটরসকে পাঁচ উইকেটে হারিয়ে টানা পাঁচ ম্যাচে পাঁচটি জয় ছিনিয়ে নিয়ে পয়েন্ট তালিকার সর্বোচ্চ চূড়ায় মাশরাফির সিলেট স্ট্রাইকার্স।

গত সোমবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় নাসির হোসেনের ঢাকা ডমিনেটরস। ব্যাট করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি ঢাকার। ইনিংসের প্রথম বলেই সৌম্য সরকারকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন পেসার রুবেল হোসেন। তবে, দিলশান মুনাবিরা ও উসমান ঘানির ৩২ রানের পার্টনারশিপে কিছুটা ম্যাচে ফেরার চেষ্টা চালায় ঢাকা। কিন্তু স্পিনার ইমাদ ওয়াসিমের দুই বলে দুই উইকেট পড়লে আবার ব্যাকফুটে চলে যায় নাসিরের দল।

তবে, বাকিদের আসা যাওয়ার মিছিলে নাসির ৩ চার ও ১টি ছক্কার সাহায্যে ৩১ বলে ৩৯ রান করেন। শেষ পর্যন্ত ২০ ওভার শেষে ১২৮ রানের পুঁজি পায় ঢাকা ডমিনেটরস। সিলেটের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট পান ইমাদ ওয়াসিম

১২৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা পায় সিলেট স্ট্রাইকার্স। পাকিস্তানি তরুণ মারকুটে ব্যাটার মোহাম্মাদ হারিস চড়াও হন ঢাকার বোলারদের বিরুদ্ধে। উদ্বোধনী জুটিতে আসে ৫২ রান। তবে, ম্যাচে কয়েকবার সিলেট স্ট্রাইকার্সের ছন্দপতন ঘটলেও থিসারা পেরেরার ক্যামিওতে জয়ের বন্দরে পৌঁছে যায় সিলেট স্ট্রাইকার্স। ১১ বলে ২১ রানের ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন পেরেরা।

এই জয়ে ৫ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে সিলেট স্ট্রাইকার্স। সমান সংখ্যক ম্যাচ খেলে ১টি জয় নিয়ে তালিকার সবার তলানিতে ঢাকা ডমিনেটরস।

সর্বশেষ