বুধবার, অক্টোবর ৪, ২০২৩

বিয়ে পরেও করা যাবে: ফারিয়া

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া গত বছর জানিয়েছিলেন, বাগদান হলেও প্রেমিক রনি রিয়াদ রশিদের সঙ্গে বিয়েটা হচ্ছে না তার। এর কিছুদিন পর আবার বলেছিলেন, ভাগ্যে থাকলে তাদের বিয়ে হবেই। তবে এবার জানালেন, বিয়ে পরেও করা যাবে। আপাতত কাজ নিয়েই ভাবছেন তিনি।

সম্প্রতি বিয়ে নিয়ে পরিকল্পয়া কী— জানতে চাইলে ফারিয়া জানান, তিনি প্রতিটি বিষয়ে বরাবরই অকপটেই কথা বলেন, লুকোচুরি করেন না। ফারিয়া বলেন, প্রেমের কথা বলেছি, বাগদানের খবরও বলেছি। তাহলে বিয়ে নিয়ে কেন গোপনীয়তা থাকবে? এখন হাতে অনেক কাজ জমা, আগে কাজ শেষ করি, বিয়ে পরেও করা যাবে।

এর আগে সংবাদমাধ্যমে ফারিয়া স্পষ্ট জানিয়েছিলেন, রনির সঙ্গে বিয়েটা তার হচ্ছে না। সেসময় অভিনত্রেী বলেছিলেন, এই বিয়েটা আর হচ্ছে না! আমি যা করি, বুঝেশুনেই করি। রনির সঙ্গে আমার সবসময়ই যোগাযোগ আছে। সারা জীবনই বন্ধুর মতো সম্পর্ক থাকবে। বিয়ে না করার সিদ্ধান্তটি দুজনের বোঝাপড়াতেই হয়েছে। হুট করে কোনো কিছু করা ঠিক না।

তবে পরে আবার রনির সঙ্গে বিয়ের বিষয়টি ভাগ্যের ওপর ছেড়ে দিয়ে বলেছিলেন, ‘আসলে ভাগ্য মানুষকে কোথায় কখন নিয়ে যায়, তা কি আমরা কেউ বলতে পারি? ভাগ্যে থাকলে আমাদের বিয়ে হবেই।

গত ২৭ জানুয়ারি মুক্তি পেয়েছে ফারিয়া অভিনীত ‘ভয়’সিনেমাটি। টালিউডের এ সিনেমায় ফারিয়ার বিপরীতে অভিনয় করেছেন অঙ্কুশ হাজরা। ছবিটি নির্মাণ করেছেন রাজা চন্দ।

সর্বশেষ